এখন থেকে ব্লগে মুছে দেওয়া পোষ্টগুলো দেখুন সহজেই( হ্যাকিং পুষ্ট) !!!!

ইন্টারনেট , এক মুক্তির নাম। এখানে নেই কোন বাঁধা , নেই কোন বন্ধন।আপনি স্বাধীন।কিন্তু এই স্বাধীনতা অনেক সময় খর্ব করা হয়।অনেক অনেক সময় অনেক লেখা , স্ট্যাটাস , ব্লগ ইত্যাদি মুছে দেওয়া হয়।কিন্তু আমরা যখন যেয়ে এই ধরনের ছবি দেখি , তখন মেজাজ খিচড়ে যায়।যাহ শালা – মুখ থেকে বের হয়ে যায়। 

কয়েকদিন আগের কথা বলি , প্রথম আলোতে একটা লেখা ছাপা হল।পরে,

সেই লেখা মুছে দেওয়া হল।সাধারণ ব্লগারদের দেখা গেল লিঙ্ক খুঁজে হতাশ হয়ে স্ট্যাটাস দিচ্ছে ,ওই লেখা কি কারো কাছে আছে।প্লিজ , লেখাটা দিন ।কিছুক্ষণ পরে দেখা গেলো , ব্লগের নির্বাচিত পাতায় ওই লেখাটির একটা কপি দেওয়া হল।এই হচ্ছে বাস্তবতা।কিন্তু, অনেকেই জানেন না – ইন্টারনেট একটা মুক্তির নাম।স্বাধীনতার সমার্থক শব্দ।এই পোস্টে দেখান হল – কিভাবে সেই ডিলিট হয়ে যাওয়া কন্টেন্ট দেখা যায় – 


এখন আমি আপনাদের যে সাইটটির খোঁজ দেবো – 

সেই সাইটটি ইন্টারনেটের শুরু দিকে ১৯৯৬ সাল থেকে আজকে পর্যন্ত সব ওয়েবসাইটের স্ক্রীনশট তুলে রেখেছে।এমনকি আমাদের প্রিয় ব্লগ সামুরও!!! 


সাইটটি হল – http://web.archive.org 


ধরুন আপনি একটা পোস্টে গেলেন তখন দেখা গেলো –
এই ব্লগটি( এক্সামপল ) স্থগিত অথবা বাতিল করা হয়েছে,

ব্লগ ব্যবহারের শর্তাবলী লংঘন করার কারণে । 


তখন আপনি দেখতে পারবেন সেই পোষ্টটি যেভাবে –


প্রথমে লিঙ্কটি কপি করুন – 
www.somewhereinblog.net/blog/এক্সামপল (কাল্পনিক লিঙ্ক) 

ধরুন লিঙ্কটি উপরের মত দেখতে

______________________________________________________________
এইবার সেই ওয়েবসাইট web.archive.org এ যান । 



উপরের ছবির মত একটি সার্চ অপশন দেখতে পাবেন – 
বক্সে সেই মুছে দেওয়া কাঙ্খিত লিঙ্ক – Click This Link ( কাল্পনিক লিঙ্ক ) পেস্ট করুন।এরপর , Take me Back এ ক্লিক করুন।
_______________________________________________________________

এরপর একটি ওয়েবপেজ আসবে 



স্ক্রীনশটে দেখবেন অনেকগুলো তারিখ মার্ক করা।এর অর্থ ,ওই তারিখে আর্কাইভে ওই লিঙ্কের স্ক্রীনশট রাখা আছে।উপরের স্ক্রীনশটে ৫/২১/২৩/১/৩/২৫ ইত্যাদি তারিখ দেওয়া আছে।যেকোনো তারিখে ক্লিক করলেই , ওই তারিখের স্ক্রীনশটে আপনাকে নিয়ে যাবে।অ্যাজ লাইক অ্যাজ টাইম ট্রাভেলিং।

যেমন ২০১১ সালের ৫ জানুয়ারী সামুর লগইন স্ক্রীন ছিল – 

প্রায় দেড় বছর আগের এই লগইন স্ক্রীনের স্ক্রীনশটটি তুললাম আজকে।ইচ্ছা করলে ফিরে যেতে পারি আরও , আরও আগে।নো প্রব্লেম।এটা আপনার 
____________________________________________________________________

শুধু ব্লগ না ,যেকোনো ডিলিট হয়ে যাওয়া কন্টেন্ট এভাবে দেখতে পারেন।ব্লগ কে আমি উদাহরণ হিসেবে দেখালাম।আপনি এইভাবেই বিচরণ করতে পারবেন এই অবাধ স্বাধীনতার ইন্টারনেটে।আপনাকে বাঁধা দেবার অধিকার কার নেই।


বিশেষ দ্রষ্টব্যঃ এটি নেহায়েতই একটি শিক্ষামূলক পোষ্ট।এই পোস্টের আর একটি উদ্দেশ্য হল – আমরা মনে করি আমরা কোন খারাপ কিছু লিখে ড্রাফ্‌ট বা মুছে ফেললে সেই লেখার আর কোন অস্তিত্ব থাকে না।কিন্তু বাস্তবে থাকে – প্রমাণ তো দেখতেই পাচ্ছেন।অতএব , লেখালেখিতে সাবধান হবেন। 


কৃতজ্ঞতাঃ মুহম্মদ ফজলুল করিম

এমএস অফিসের (MS Office) বিকল্প সফটওয়্যার- কিংসফট অফিস স্যুইট


কিংসফট অফিস স্যুইট একটি মুক্ত অফিস স্যুইট, যাতে ওয়ার্ড প্রসেসর, স্প্রেডসিট প্রোগ্রাম এবং প্রেজেন্টেশন মেকার অন্তর্ভূক্ত আছে । তিন ধরনের প্রোগ্রাম আপনাকে অফিসের কাজগুলো সহজেই করতে সহায়তা করে 

১.রাইটার (Writer) – দক্ষ ওয়ার্ড প্রসেসর

২.প্রেজেন্টেশন (Presentation) – মাল্টিমিডিয়া প্রেজেন্টেশন ক্রিয়েটর,

৩. স্প্রেডসিটস্ (Spreadsheet) – ডেটা প্রসেসিং এবং ডেটা বিশ্লেষনের জন্য রয়েছে শক্তিশালী টুল

যদিও এটি একটি ফ্রি স্যুইট, যাতে রয়েছে আরো অনেক ফিচার যেমন:- প্যারগ্যারাফ এ্যাডজাস্টমেন্ট টুল, এবং মাল্টিপল ট্যাবড ফিচার । এতে অফিস টু পিডিএফ কনভার্টার, অটোমেটিক স্পেলিং চেকিং এবং ওয়ার্ড কাউন্টার
ডকুমেন্টে ওয়াটার মার্ক ইন ডকুমেন্ট এবং পাওয়ার পয়েন্টকে ওয়ার্ড এ পরিবর্তনও করতে পারে এটি । 
সফটওয়্যারটি ডাউনলোড করার জন্য http://www.kingsoftstore.com/kingsoft-office-freeware.html           
এখানে ক্লিক করুন 

হ্যাক হওয়া ফেসবুক আ্যকাউন্ট উদ্ধার করবেন যেভাবে

আজকে দেখলাম অনেকগুলা পোস্ট ই ফেসবুক হ্যাক সংক্রান্ত। কোনো এক ব্লগারের দেয়া ফিশিং লিংক থেকে অনেকেই ফেসবুক হ্যাকিং এর শিকার হয়েছেন। তাই হ্যাক হওয়া একাউন্ট ফেরত আনার একটা পোস্ট দেয়ার প্রয়োজন মনে করলাম।

নিচের ধাপ গুলো ফলো করুন, সাথে সাথে একাউন্ট ফেরত পেয়ে যাবেন। শুধু পুরাতন পাসওয়ার্ডটা মনে রাখতে হবে।



১। সর্ব প্রথম এই লিঙ্কে যান http://www.facebook.com/hacked


এবার My account is compromised এই বাটনে ক্লিক করুন।

২। ক্লিক করার পর এমন একটা পেজ আসবে


আপনার হ্যাক হওয়া একাউন্ট এর ইনফরমেশন চাইবে এখানে। উপরে বর্নিত ৩ টি অপশনে যেকোন একটির ইনফরমেশন দিন। দিয়ে ক্লিক করুন সার্চ এ

৪। আপনার প্রদত্ত তথ্য সঠিক হলে আপনার একাউন্ট পাওয়া যাবে এভাবে


এখন This is My Account এ ক্লিক করুন।

৫। ওপরে ক্লিক করার পর আপনার পুরাতন পাসোয়ার্ড টি চাইবে।


এখানে আপনার পুরাতন পাসোয়ার্ড টি দিয়ে কন্টিনিউ করুন। আপনাকে একটা কনফার্মেশন মেসেজ দিবে। তার পরে কন্টিনিউ করে পরের স্টেপ গুলি পার করুন। সাধারনত পরের স্টেপে আপনার কাছ থেকে একটা নতুন পাসোয়ার্ড চাওয়া হবে। পরের ফর্ম গুল ঠিক ঠাক ফিলাপ করলে ফেসবুক থেকে আপনার একাউন্ট আবার ফেরত পেয়ে যাবেন।

গ্রামীণফোনে ফ্রি নেট ইউজ করুন

আমরা অনেকে প্রায়ই শুনে থাকি যে,গ্রামীনফোনে ফ্রি তে ইন্টারনেট চালানো যায়। তারপর ও যারা সঠিক উপায় জানে না এই অংশ শুধুমাত্র তাদের জন্য ।
গ্রামীফোনের GP MMS সেটিং দিয়ে অনেক ভাবেই ফ্রিতে ইন্টারনেট চালানো যায় । তবে এখানে দেখবো যে, কিভাবে কোন ধরনের 3rd পার্টি সফটওয়ার ছাড়াই আপনি ফ্রিতে ইন্টারনেট ব্যাবহার করতে পারেন। 

——–
প্রথমে আপনার মডেম এর প্রয়োজনীয় ড্রাইভার install করে নিন। 
এরপর নিচের যায়গায় যান- Control panel> Phone and Modem options > Modem (tab) এখানে দেখুন আপনার install করা মডেম এর লিস্ট দেখাবে। 
আপনি যদি প্রথমবারের মত মডেম অপশনে ঢোকেন তাহলে Dialing Rules নামে একটি বক্স আসবে ।
 সেখানে Country= Bangladesh, Area code: 1000 দিয়ে ওকে করুন। এরপর মডেম লিস্ট থেকে আপনার মডেম টি সেলেক্ট করে properties এ ক্লিক করুন। General ট্যাব এ Change Setting এ ক্লিক করে Advanced ট্যাব এ যান এখানে Extra Initialization Commands এর ঘরে লিখুন AT+CGDCONT=1,”IP”,”gpmms” । 
ওকে দিয়ে বের হয়ে আসুন। এরপর Control Panel থেকে Network and Sharing centre এ যান। এরপর পরবর্তী ধাপ গুলো সম্পন্য করুন। 
Set up a Connection or Network >Set up a Dial up Connection > Dial Up Phone Number = *99# দিন এরপর Connect দিয়ে বের হয়ে আসুন। 
এর পর বাম পাশের ট্যাব এর Change Adapter Setting এ যান। আপনার তৈরিকৃত Dial up Connection এর properties এ যান। General Tab এ Connect USing এ আপনার মডেম সেলেক্ট করুন। Options Tab এ Dialing Options এর সব চেকবক্স উঠিয়ে দিন। Redialing Option এ Redial if Droped চেকবক্স ইয়েস করুন। 
আর time Between redial 1 সেকেন্ড করে দিন। 
ওকে দিয়ে বের হয়ে আসুন। এর পর Control panel>Internet options এ যান। 
Connection Tab এ আপনার Dial Up connection এর Setting এ যান use proxy server for this connecton চেকবক্স enable করুন। address: 10.128.001.002 আর Port: 8080 বসিয়ে ওকে দিয়ে বের হয়ে আসুন। ব্যাস, কাজ শেষ। 
এখন মডেম connect করে Taskbar এর ডানপাশে network connection এ তৈরিকৃত Connection টি ডায়াল করুন। 
কানেক্ট হয়ে যাবে। 
বিদ্রঃ গ্রামীণ ফোনের ছোট কোন প্যাকেজ নিন (p9/p10)। সিমে এক্সট্রা টাকা রাখবেন না। কেটে নিবে।

Microsoft Office 2013 Product Key

Microsoft Office 2013 Product Key for Preview KMS
FCMXC-RDWMP-RFGVD-8TGPD-VQQ2X
Microsoft Office 2013 Product Key for Professional Plus
PGD67-JN23K-JGVWW-KTHP4-GXR9G
OFFICE 2013 PRO PLUS MSDN RETAIL:
B9GN2-DXXQC-9DHKT-GGWCR-4X6XK
6PMNJ-Q33T3-VJQFJ-23D3H-6XVTX
OFFICE 2013 VISIO PRO PRO PLUS MSDN RETAIL:
MT7YN-TMV9C-7DDX9-64W77-B7R4D
If you want to activate by phone for free then use this method 🙂
There are more Product keys bellow and also in the decription. 
PHONE ACTIVATION METHOD:
1.Install Office 2013
2.Before activate disconnect internet! Open Word 2013
3.Use the activation key above

4.Enter the product key
5.Activation wizard click phone activation
6.Next step select UK and use skype for free call above free number 
***[This step you can reconnect internet again]
7.Dial phone and if you have been ask:
Q:Product key for home or business
A:Home [Dial 1]
after giving installation ID final question
Q:How many computer you want to use it
A:1 [Dial 1]
8.You will get Confirmation ID. Use the Conf. ID then next to activate it.
ENJOY YOUR OFFICE 2013 

Office 2013 Pro Plus MSDN Retail Keys:
KDVQM-HMNFJ-P9PJX-96HDF-DJYGX 
366NX-BQ62X-PQT9G-GPX4H-VT7TX 
4HNBK-863MH-6CR6P-GQ6WP-J42C9 
6KTFN-PQH9H T8MMB-YG8K4-367TX 
KBDNM-R8CD9-RK366-WFM3X-C7GXK 
MH2KN-96KYR-GTRD4-KBKP4-Q9JP9 
2MNJP-QY9KX-MKBKM-9VFJ2-CJ9KK 
N4M7D-PD46X-TJ2HQ-RPDD7-T28P9 
NK8R7-8VXCQ 3M2FM-8446R-WFD6X 
2B8KN-FFK6J-YWMV4-J3DY2-3YF29 
MTDNG-PDDGD-MHMV4-F2MBY-RCXKK 
PBTFM-WWN3H-2GD9X-VJRMG-C9VTX 
G9N3P-GRJK6-VM63J-F9M27-KHGXK 
DMXHM-GNMM3-MYHHK-6TVT2-XTKKK 
GYWDG-NMV9P-746HR-Y2VQW-YPXKK 
6HDB9-BNRGY-J3F83-CF43C-D67TX 
X2YWD-NWJ42-3PGD6-M37DP-VFP9K 
GPT9W-CWNJK-KB29G-8V93J-TQ429 
46DNX-B4Q98-PQVPW-Q8VM6-FVR29 
PNP4F-KY64B-JJF4P-7R7J9-7XJP9 
WTFN9-KRCBV-2VBBH-BC272-27GXM 
N2P94-XV8HD-W9MHF-VQHHH-M4D6X 
433NF-H7TMK-TPMPK-W4FGW-7FP9K 
7TPNM-PMWKF-WVHKV-G869H-9BQ6X 
XRNFT-HG2FV-G74BP-7PVDC-JB29K 
DJC4N-DX7PC-GM3GK-V8KKW-XWYGX 
N7PXY-WR4XP-D4FGK-K66JH-CYQ6X 
XRNFT-HG2FV-G74BP-7PVDC-JB29K

Office 2013 Visio Plus MSDN Retail Keys:
BYJFV-KN4QC-RCYQK-7JKR9-MG7V3 
66DNF-28W69-W4PPV-W3VYT-TJDBQ 
ND3G9-KQHY4-8P3W2-VGXVY-B4D73 
VXX6C-DN3HQ-3CRXG-RF4KT-YG7V3 
4GKNP-76F7H-W2D7B-V6PHF-PPMH3 
K6NC7-KMX7G-TC6RR-FDM23-8K6YQ 
2NYF6-QG2CY-9F8XC-GWMBW-29VV8 
TCWJK-N6GFH-82BP9-HV7YQ-T6KMQ 
QQ4NR-2Q67B-X9C6R-4B8CH-HXJRD 
PBRNH-MY4D4-67BQK-WGM4P-XTKMQ 
TNFXF-KX69C-G2KVT-8X4MK-DYF4D

OFFICE 2013 PROJECT PRO PLUS MSDN RETAIL:
GJYNC-WYT8F-2Q4DD-FR9YF-YTBFX 
TJP4N-R7JXW-442FX-82QGR-WFD4X 
3QNJ8 3JVTH 36VHV-6KBKT-BPXJK 
2NDRT-M9QTH-2BKP3-HPRVC-J42B9 
48HNV-4CGHT-PWCHM-WR3W2-6JC8K 
68N6Q-G8BK4-B4G8D-3XK82-V8PB9

উইন্ডোজ ৭ সিরিয়াল কি

উইন্ডোজ ৭ সিরিয়াল কি 

DLMKZ-2ILHP-7IUG9-A2QVK-A2BYX
BPVVG-7KVMM-HGRZ1-SQZ4L-USRHM
FJGCP-4DFJD-GJY49-VJBQ7-HYRR2   

অথবা



  • Microsoft Windows 7 Ultimate – FJGCP-4DFJD-GJY49-VJBQ7-HYRR2
  •     Microsoft Windows 7 Ultimate – 342DG-6YJR8-X92GV-V7DCV-P4K27
  •     Microsoft Windows 7 Ultimate – QXV7B-K78W2-QGPR6-9FWH9-KGMM7
  •     Microsoft Windows 7 Home Premium – VQB3X-Q3KP8-WJ2H8-R6B6D-7QJB7
  •     Microsoft Windows 7 Ultimate – 6CYX6-C8BXW-HGM8W-P7FPF-72Y9Y
  •     Microsoft Windows 7 Ultimate – D4F6K-QK3RD-TMVMJ-BBMRX-3MBMV
  •     Microsoft Windows 7 Home Premium – 38JTJ-VBPFW-XFQDR-PJ794-8447M
  •     Microsoft Windows 7 Professional – YKHFT-KW986-GK4PY-FDWYH-7TP9F
  •     Microsoft Windows 7 Ultimate – 22TKD-F8XX6-YG69F-9M66D-PMJBM
  •     Microsoft Windows 7 Home Premium – 4FG99-BC3HD-73CQT-WMF7J-3Q6C9
  •     Microsoft Windows 7 Ultimate – Q3VMJ-TMJ3M-99RF9-CVPJ3-Q7VF3
  •     Microsoft Windows 7 Ultimate – YWXJQ-J2CMX-TBJFX-K2P4C-QKV46
  •     Microsoft Windows 7 Édition Familiale Premium – 6GF36-P4HWR-BFF84-6GFC2-BWX77
  •     Microsoft Windows 7 Ultimate – BK74J-HYXR8-D6TXP-TKPVG-HX2YY
  •     Microsoft Windows 7 Ultimate – 2Y4WT-DHTBF-Q6MMK-KYK6X-VKM6G
  •     Microsoft Windows 7 Home Premium – 6RBBT-F8VPQ-QCPVQ-KHRB8-RMV82
  •     Microsoft Windows 7 Édition Familiale Premium – 6MMYY-MTVC7-KBXX7-KTPXF-CBMPF
  •     Microsoft Windows 7 Professional – 4CDTH-Y6M73-F2HR3-GRG8Q-6QRRT
  •     Microsoft Windows 7 Home Premium – D6P69-VV94M-QR22Y-MF6CD-3D6CK
  •     Microsoft Windows 7 Ultimate – C43GM-DWWV8-V6MGY-G834Y-Y8QH3
  •     Microsoft Windows 7 Home Premium – C6J7H-C3DTJ-MCPFG-HC8V6-FR22R
  •     Microsoft Windows 7 Édition Familiale Premium – H4JWX-WHKWT-VGV87-C7XPK-CGKHQ
  •     Microsoft Windows 7 Ultimate N – HY9CB-4H3GC-HQPX7-KXPPW-QCD83

                                           Ultimate (All Maker Keys)

  •     Windows 7 Ultimate Acer – FJGCP-4DFJD-GJY49-VJBQ7-HYRR2
  •     Windows 7 Ultimate Alienware – VQ3PY-VRX6D-CBG4J-8C6R2-TCVBD
  •     Windows 7 Ultimate Asus – 2Y4WT-DHTBF-Q6MMK-KYK6X-VKM6G
  •     Windows 7 Ultimate Dell – 342DG-6YJR8-X92GV-V7DCV-P4K27
  •     Windows 7 Ultimate HP MHFPT-8C8M2-V9488-FGM44-2C9T3
  •     Windows 7 Ultimate Lenovo (new) – 6K2KY-BFH24-PJW6W-9GK29-TMPWP
  •     Windows 7 Ultimate Lenovo (old) – 22TKD-F8XX6-YG69F-9M66D-PMJBM
  •     Windows 7 Ultimate Samsung – 49PB6-6BJ6Y-KHGCQ-7DDY6-TF7CD
     
                                        Professional (All Maker Keys)
     
  •     Windows 7 Professional Acer – YKHFT-KW986-GK4PY-FDWYH-7TP9F
  •     Windows 7 Professional Asus – 2WCJK-R8B4Y-CWRF2-TRJKB-PV9HW
  •     Windows 7 Professional Dell – 32KD2-K9CTF-M3DJT-4J3WC-733WD
  •     Windows 7 Professional Fujitsu – PT9YK-BC2J9-WWYF9-R9DCR-QB9CK
  •     Windows 7 Professional HP – 74T2M-DKDBC-788W3-H689G-6P6GT
  •     Windows 7 Professional Lenovo – 237XB-GDJ7B-MV8MH-98QJM-24367
  •     Windows 7 Professional Samsung – GMJQF-JC7VC-76HMH-M4RKY-V4HX6
  •     Windows 7 Professional Sony – H9M26-6BXJP-XXFCY-7BR4V-24X8J
  •     Windows 7 Professional Toshiba – 2V8P2-QKJWM-4THM3-74PDB-4P2KH
  •     Windows 7 Professional Unknown – 862R9-99CD6-DD6WM-GHDG2-Y8M37
     
                                         Home Premium (All Maker Keys)

  •     Windows 7 Home Premium Acer – VQB3X-Q3KP8-WJ2H8-R6B6D-7QJB7
  •     Windows 7 Home Premium Advent – 38JTJ-VBPFW-XFQDR-PJ794-8447M
  •     Windows 7 Home Premium Asus – 2QDBX-9T8HR-2QWT6-HCQXJ-9YQTR
  •     Windows 7 Home Premium Asus (Eee) – 7JQWQ-K6KWQ-BJD6C-K3YVH-DVQJG
  •     Windows 7 Home Premium Dell – 6RBBT-F8VPQ-QCPVQ-KHRB8-RMV82
  •     Windows 7 Home Premium Fujitsu – C6MHH-TRRPT-74TDC-FHRMV-XB88W
  •     Windows 7 Home Premium HP – 4FG99-BC3HD-73CQT-WMF7J-3Q6C9
  •     Windows 7 Home Premium Lenovo – 27GBM-Y4QQC-JKHXW-D9W83-FJQKD
  •     Windows 7 Home Premium LG = 38GRR-KMG3D-BTP99-TC9G4-BBDJJ
  •     Windows 7 Home Premium Medion – 2P2P9-CM3F8-FTV6P-PC7CX-8TFF7
  •     Windows 7 Home Premium MSI – 4G3GR-J6JDJ-D96PV-T9B9D-M8X2Q
  •     Windows 7 Home Premium Samsung – CQBVJ-9J697-PWB9R-4K7W4-2BT4J
  •     Windows 7 Home Premium Siragon – HWDFB-YVFG4-3TJ7F-Q3WMT-7B6PH
  •     Windows 7 Home Premium Sony – H4JWX-WHKWT-VGV87-C7XPK-CGKHQ
  •     Windows 7 Home Premium Toshiba – 6B88K-KCCWY-4F8HK-M4P73-W8DQG
  •     Windows 7 Home Premium Toshiba – 6GF36-P4HWR-BFF84-6GFC2-BWX77
  •     Windows 7 Home Premium Unknown – 2XPWB-Q64BJ-W8CT3-WJTWT-4DQ99
     
                                       Home Basic (All Maker Keys)

  •     Windows 7 Home Basic Acer – MB4HF-2Q8V3-W88WR-K7287-2H4CP
  •     Windows 7 Home Basic Asus – 89G97-VYHYT-Y6G8H-PJXV6-77GQM
  •     Windows 7 Home Basic Dell – 36T88-RT7C6-R38TQ-RV8M9-WWTCY
  •     Windows 7 Home Basic HP – DX8R9-BVCGB-PPKRR-8J7T4-TJHTH
  •     Windows 7 Home Basic Lenovo – 22MFQ-HDH7V-RBV79-QMVK9-PTMXQ
  •     Windows 7 Home Basic Samsung – 2P6PB-G7YVY-W46VJ-BXJ36-PGGTG
  •     Windows 7 Home Basic TONGFANG – 9DBMT-GXRWM-6Q9Y3-WMYM8-FJCBW


                                     Starter 
(All Maker Keys)
     
  •     Windows 7 Starter Acer – RDJXR-3M32B-FJT32-QMPGB-GCFF6
  •     Windows 7 Starter Asus – (Eee) 6K6WB-X73TD-KG794-FJYHG-YCJVG
  •     Windows 7 Starter Dell – 36Q3Y-BBT84-MGJ3H-FT7VD-FG72J
  •     Windows 7 Starter HP – RH98C-M9PW4-6DHR7-X99PJ-3FGDB
  •     Windows 7 Starter Lenovo (1) – 273P4-GQ8V6-97YYM-9YTHF-DC2VP
  •     Windows 7 Starter Lenovo (2) – 22P26-HD8YH-RD96C-28R8J-DCT28
  •     Windows 7 Starter Nokia – 2XGHP-9TQK2-8CF28-BM2P2-8FRX8
  •     Windows 7 Starter Samsung – PV9BD-YBRX6-CTMG6-CCMJY-X8XG7
  •     Windows 7 Starter Sony – 32J2V-TGQCY-9QJXP-Q3FVT-X8BQ7
  •     Windows 7 Starter Toshiba – TGBKB-9KBGJ-3Y3J6-K8M2F-J2HJQ

Date Converter (ইংরেজী তারিখ এর বাংলা তারিখ বের করার সফটওয়্যার)

dtcnvrtr আবারও এলাম দেশী সফট Date Converter নিয়ে (self created) | Techtunes

আমরা সাধারণতঃ কম্পিউটারে ইংরেজী তারিখ ও বার দেখতে পাই। কিন্তু আজকাল অফিস-আদালতে ইংরেজী তারিখের পাশাপাশি বাংলা তারিখের প্রচলন হয়েছে। তাছাড়া আমাদের ব্যক্তিগত কাজেও অনেক সময় বাংলা তারিখ জানার প্রয়োজন পড়ে। আবার অনেক সময় পূর্ববর্তী বা পরবর্তী কোন ইংরেজী তারিখের বাংলা তারিখ জানার প্রয়োজন পড়তে পারে। 

এ সব দিক লক্ষ্য করে জনাব ইসমাইল এই সফটওয়্যারটি Date Converter প্রোগ্রামটি তৈরী করেছেন।। আমার বিশ্বাস এটি আপনাদের অনেক কাজে লাগবে।


ডাউনলোড:

এখানে ক্লিক করুন 


প্রোগ্রামটি চালু হলে এতে আপনি বাম পাশে ইংরেজী তারিখ এবং ডান পাশে বাংলা তারিখ দেখতে পাবেন। উপরে বাংলাতে সময় দেখতে পাবেন। ডান দিকে নীচে প্রদর্শিত তারিখের সূর্যোদয় ও সুর্যাস্তের সময় দেখতে পাবেন।
আপনি যদি পূর্ববর্তী বা পরবর্তী কোন ইংরেজী তারিখের বাংলা তারিখ দেখতে চান তাহলে Converter বাটানে ক্লিক করুন অথবা C চেপে এন্টার চাপুন। একটি ছোট ডায়ালগ বক্স প্রদর্শিত হবে। এতে যথাক্রমে তারিখ, মাস ও সন এন্ট্রি করে Convert বাটনে ক্লিক করুন। ঐ তারিখের বাংলা তারিখ, বার, সূর্যোদয় ও সুর্যাস্তের সময় প্রদর্শিত হবে। 
কৃতজ্ঞতাঃ জনাব ইসমাইল

মাত্র ৬.৩২ মেগাবাইট সম্পূর্ণ শরৎ রচনাবলী (৭৮৪ টি গল্প/উপন্যাস)


পিডিএফ ফাইলে শরৎচন্দ্রের ৭৮৪ টি উপন্যাস দেইখা পুরাই তাজ্জব!! ওয়াটার মার্ক মুক্ত সেই রকম ঝকঝকে পিডিএফ।মিডিফায়ার থেকে ডাউনলোড করতে পারেন। 
 

এই ফাইলটির বড় সুবিধা হলো, উপন্যাসের নাম অনুযায়ী নির্ধারিত পেজে যাওয়া যায়। সর্বমোট ৩২২৯ পৃষ্ঠা। 
http://www.mediafire.com/download/b12ha239bv71w11/amarboi.com.zip


ছোট ছোট প্রোগ্রাম-যেগুলো আপনার কম্পিউটার জগৎকে সহজ করে দিতে পারে

ইউটিলিটিগুলি ছোট ছোট এবং সাধারণ, কিন্তু তারপরও প্রতিদিন কম্পিউটার ব্যবহার কালে আমরা যে নির্দিষ্ট সমস্যাগুলোর মুখামুখি হই সেগুলো দ্রুত সমাধান করে দিয়ে আমাদের জীবনকে সহজ করে দিতে পারে এ সকল ইউটিলিটি। সফটওয়্যারগুলোর কর্মক্ষমতা ও উপকারিতা এতই অপরিসীম যে অনেকের ভেতর এমন প্রতিক্রিয়া জন্মানো অস্বাভাবিক নয় যে, কেন উইন্ডোজ আবিস্কারের শুরু থেকে ইউটিলিটিগুলি উইন্ডোজ এর মধ্যে অন্তর্ভুক্ত করা হয়নি। 
 
১.Unlocker: অনেক সময় আমরা যে সমস্যাটা কম্পিউটারে লক্ষ্য করি ব্লক করা কোনো ফাইলকে মুছতে গেলে পিসিতে অপ্রত্যাশিত ম্যাসেজ চলে আসে এবং ম্যাসেজে বলা হয় ফাইলটি এখন ব্যবহার করা হচ্ছে, এরপর এ্যকসেস অনুমতি না দেয়ায় ফাইলটি মুছাও

যায় না। 
আনলকার এমন একটি সহজ সফটওয়্যার যা আপনার পিসিতে ইনস্টল থাকলে ঝামেলা ব্যতিত যে কোন ব্লক করা ফাইলকে সহজেই মুছে ফেলতে পারবেন।
http://unlocker.en.softonic.com/ 



২.SpaceSniffer: আপনার পিসির হার্ড ডিস্কে কি পরিমান ফাঁকা জায়গা আছে দ্রুত জানতে পারবেন এই সফটওয়্যারের বদৌলতে। 
http://spacesniffer.en.softonic.com/ 



৩.DimScreen:আপনার পর্দার উজ্জ্বলতা পরিবর্তন করার জন্য সহজ একটি ছোট ইউটিলিটি।
http://dimscreen.en.softonic.com/ 



৪.D7:এই সরঞ্জামের সাহায্যে আপনার পিসিতে থাকা অপ্রয়োজনীয় ও অব্যবহৃত ফাইল পরিস্কার করা, সাধারণ ভুলভাল ঠিক করা ও ম্যালওয়ার মুছে ফেলাসহ পেশাদারিত্বের সাথে আপনার কম্পিউটার মেরামত করতে পারবেন। 
http://d7.en.softonic.com/ 



৫.FilerFrog: এই প্রোগ্রামটির সাহায্যে এক্সপ্লোরার এর ডান মেনু উন্নত করে লাভ করুন অবিরাম সুবিধা। 
http://filerfrog.en.softonic.com/ 



৬.YUMi: ডাউন লোড করুন ৬০ এর অধিক লিন্যাক্স এর লাইভ সিডি এবং সেগুলো আপনার পেনড্রাইভ থেকেই বুট করুন . 
http://www.softpedia.com/get/System/Boot-Manager-Disk/YUMI.shtml 




৭.Click.To:আপনার ক্লিপবোর্ডে কপি করা তথ্য উপাত্ত তাৎক্ষনিকভাবে শেয়ার এবং সম্পাদনা করতে পারবেন এই ছোট পোগ্রামের সাহায্যে। 
http://www.clicktoapp.com/ 



৮.BulletsPassView: এই সফটওয়ারটি পিসির আস্টেরিক্স এর পেছনে লুকানো পাসওয়ার্ডগুলো প্রদর্শন করে । এটি ব্যবহার করতে যেমন সহজ তেমনি বেশিরভাগ অ্যাপ্লিকেশন যেমন ইন্টারনেট এক্সপ্লোরার,উইন্ডোজ লাইভ মেইল, আউটলুক ইত্যাদির সাথে সামঞ্জস্যপূর্ণ। BulletsPassView কোনো প্রকার সমস্যা ছাড়াই উইন্ডোজ ভিস্তা এবং ৭ সাথে কাজ চালাতে পারে। 
http://downloads.phpnuke.org/en/download-item-view-y-x-v-m-g-b/BulletsPassView.htm 



৯.RestartMe: অনেক ক্ষেত্রে দেখা যায় পিসিতে কাজ করার সময় ইচ্ছাকৃতভাবে বা অপ্রত্যাশিতভাবে প্রোগ্রাম বন্ধ হয়ে যায়। যেমনটি প্রায়ই Firefox ও Messenger. এর বেলায় দেখা যায়। তখন একঘেয়ামি কাটানোর জন্য প্রয়োজন হয়ে দাড়ায় প্রোগ্রামটি নতুন করে আরম্ভ করার। যদি আপনি এই বিরক্তিকর কাজটি বারবার নিজ হাতে করতে না চান, তাহলে দায়িত্বটি নিশ্চিন্তমনে এই সফটওয়্যারএর হাতে তুলে দিন। 
http://www.prohp.net/2012/07/restart-me-pro-3018.html 



১০.Free IP Switcher: আপনার সমস্ত নেট ওয়ার্কিং প্রফাইল সংরক্ষণ করে রাখবে । 
http://free-ip-switcher.en.softonic.com/ 


১১.Suction:আপনার পিসিতে বিক্ষিপ্ত আকারে বা এলোমেলো থাকা হাজারো ফাইলকে মাত্র একটি ফোল্ডারে গ্রুপ আকারে সাজিয়ে রাখতে পারবে।http://suction.en.softonic.com/ 


১২.MultiHasher:আপনি সদ্য যে ফাইলটি ডাউনলোড করেছেন সেটা সঠিকভাবে হয়েছে কি না বা সেখানে ভাইরাস ছিল কি না ইত্যাদি যাবতীয় তথ্য প্রকাশ করা সহ আপনার পিসিতে সমস্ত ফাইলের আইডেন্টিটি ও সিকিউরিটি যাচাই বাছাই করতে পারবে এই সফটওয়্যার। http://multihasher.softonic.com/ 



১৩.Minus:মাইনাস এমন একটি সরঞ্জাম এবং ওয়েব সাইট যার সাহায্যে ইন্টারনেটে আপনার পছন্দের ছবি সহজভাবে শেয়ার করতে পারবেন। 
http://downloads.phpnuke.org/en/download-item-view-y-x-v-m-g-b/BulletsPassView.htm 


১৪.GetFolder:এই প্রোগ্রামের সাহায্যে আপনার হার্ড ডিক্সে থাকা সকল বিষয়বস্তু যেমন ফোল্ডার, সাবফোল্ডার এবং ফাইলগুলোকে একটি তালিকা আকারে বিন্যস্ত করতে পারবেন। 
http://getfolder.en.softonic.com/ 



১৫.DesktopCoral: আপনার ডেস্কটপে একটি সংরক্ষিত স্থান তৈরি করে রাখুন যেখানে ওপেন করা হলেও কোনো উইন্ডোজ প্রবেশ করতে পারবে না। 
http://desktopcoral.soft112.com/ 


১৬.F.lux:এই সফটওয়ারটি বদৌলতে দিনের তাপমাত্রা ও সময় অনুযায়ী আপনার মনিটরের রং স্বয়ংক্রিয়ভাবে পরিবর্তন হবে এবং দিন ও রাতের আলোর ভারসম্য রেখে মনিটরের উপর দৃষ্টি রাখার কারণে সৃষ্ট চোখের ক্লান্তি প্রশমিত করবে। 
http://flux.en.softonic.com/mac 


১৭.WLAN Optimizer:এই সফটওয়ারটি অপ্রয়োজনীয় স্ক্যান নিষ্ক্রিয় করে আপনার ওয়াইফাই সংযোগের গতি বৃদ্ধি করবে। 
http://wlan-optimizer.en.softonic.com/ 



১৮.JottiQ:এই প্রোগ্রামটি আপনার পিসিতে থাকা যে কোনো সন্দেহজনক ফাইলকে অনলাইনে ২০টির অধিক এন্টিভাইরাস দিয়ে স্ক্যান বা বিশ্লেষণ করবে। 
http://jottiq.en.softonic.com/ 



১৯.Temptation Blocker:আপনার পিসির যে সকল প্রোগ্রামের কারণে অযথা সময় অপচয় বা নষ্ট হয় সেগুলো পাসওয়ার্ডের সাহায্যে ব্লক করতে পারবেন। 
http://temptation-blocker.softonic.pl/download 



২০.Free Process Freezer:এমনও কখনো দেখা যায় যখন কোনো প্রোগ্রাম চালু অবস্থায় হঠাৎ কম্পিউটার সাড়া দেয়া বন্ধ করে দেয়, এমতাবস্থায় আপনি প্রোগ্রামটি বন্ধ বা রিবুটও করতে চাইবেন না পিছে আপনার সংগ্রহিত ডেটা মুছে না যায়। আবার প্রোগ্রামটি স্থির থাকার কারণে অন্য কোনো কাজেও হাত দেয়া যাচ্ছে না। এমন একটি বিরক্তিকর অবস্থায় এই সফটওয়ারটি পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত ডেটা সহ বন্ধ হয়ে যাওয়া প্রোগ্রামটিকে ফ্রিজ করে তার মেমরিতে সংরক্ষণ করে রাখবে। 
http://free-process-freezer.en.softonic.com/ 



২১.WhatIsHang:যে সমস্যার কারণে আপনার প্রোগ্রামটি বারবার ক্র্যাশ বা হ্যাঙ হয়ে যায়; এই সফটওয়ারটি তদন্ত করে সেই কারণটি প্রকাশ করবে। 
http://whatishang.soft32.com/free-download/ 



২২.AppTimer:আপনার পিসির প্রোগ্রামগুলো খোলা ও বন্ধ করতে কি পরিমান সময় নেয় এই সফটওয়ারটির দ্বারা সেটি পরিমাপ করতে পারবেন। 
http://sourceforge.net/projects/apptimer/ 



২৩.BootRacer:আপনার উইন্ডোজকে সম্পূর্ণরূপে বুট করতে কতটুকু সময় ব্যয় হবে সেটি এই সফটওয়ারের সাহায্যে পরিমাপ করতে পারবেন। 
http://bootracer.en.softonic.com/download 



২৪.TrayIt:আপনার উইন্ডোজ এর বিজ্ঞপ্তি এলাকায় যে কোনো অ্যাপ্লিকেশনকে মিনিমাইজ করে রাখতে পারবেন এই সফটওয়ারটির সাহায্যে। 
http://trayit.en.softonic.com/ 



২৫.MiniBin:মিনিবিন হচ্ছে একটি কম্প্যাক্ট ট্র্যাশ যেটা টাস্ক বারে অবস্থিত ঘড়ির পাশাপাশি ক্ষুদ্র আইকন নিয়ে অবস্থান করে। এই সফটওয়ারটি বৃহত্তর চাক্ষুষ পরিচ্ছন্নতার কথা মাথায় রেখে নির্মান করা হয়েছে যাতে উইন্ডোজ ভিসতা এবং উইন্ডোজ ৭ ব্যবহারকারীরা ডেস্কটপ থেকে বিন অপসারণ করতে পারেন। 
http://minibin.en.softonic.com/ 




২৬.WinRoll:একটি ক্লিকের সাহায্যে আপনার উইন্ডোজ রোল করে স্থান সংরক্ষণ করুন। 
http://winroll.en.softonic.com/download 



২৭.Handy Shortcuts:এই সফটওয়ারটি এমন একটি বৈশিষ্ট্যসম্পন্ন ও উপযোগী (সর্টকার্ট )আইকন তৈরী করে যার সাহায্যে ব্যবহারকারী সরাসরি পিসি বন্ধ, লগ অফ, ফায়ারওয়াল বন্ধ করা ও স্ক্রিন সেভার সক্রিয় করা ইত্যাদি দরকারী কাজ করতে পারবে। 
http://www.toggle.com/lv/group/view/kl227477/Handy_Shortcuts.htm 



২৮.WirelessKeyDump:এই সফটওয়ারটি এমন সহজ ইউটিলিটি যার সাহায্যে কম্পিউটারে সঞ্চিত সকল ওয়াই ফাই কী পুনরুদ্ধার করা সম্ভব। 
http://www.toggle.com/lv/group/view/kl230859/WirelessKeyDump.htm 



২৯.SheepDog:শিপডগ এমন একটি অদ্ভুত টুল যার উদ্দেশ্য চলার পথে হারিয়ে যাওয়া উইন্ডজ পুনরায় কম্পিউটারের পর্দায় ফিরিয়ে আনা। 
শিপডগ ইনস্টল করার পর আপনি সিস্টেম ট্রে অথবা win +w প্রেস করে একে সক্রিয় করতে পারবেন। 
http://kat.dashitz.com/the-sheepdogs-the-sheepdogs-2012-t6632238.html 



৩০.HP USB Disk Format Tool:এই সফটওয়ার এমন একটি ছোট হাতিয়ার যার সাহায্যে আপনার পিসির হার্ড ড্রাইভ ফরমেট করতে পারবেন। তাছাড়া এর সাহায্যে আপনার মেমরি বা USB ড্রাইভ, FAT32 সিস্টেম অথবা টাইপের সাহায্যে কোনো কমান্ড প্রয়োগ না করে NTFS ফরমেট করতে পারবেন।
http://hp-usb-disk-storage-format-tool.soft32.com/ 



৩১.HWM BlackBox:পিসির হার্ডওয়্যার বিশ্লেষণ ও পরীক্ষা করার জন্য উপযোগী একটি সরঞ্জাম। এর বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে ইনস্টলেশন ছাড়াই এর কাজ চালানো যায়। HWM BlackBox কম্পিউটার কম্পোনেন্ট সম্পর্কে ব্যাপক তথ্য সরবরাহ করা ছাড়াও অন্যের পিসির সাথে আপনার পিসির তুলনা ও কর্মক্ষমতা পরীক্ষা করতে পারে। 
http://www.toggle.com/lv/group/view/kl230855/HWM_BlackBox.htm 



৩২.outSSIDer:শহরের ভেতর ল্যাপটপ নিয়ে চলার পথে মুক্ত ওয়াইফাই নেটওয়ার্ক খুঁজে আপনার পিসির সাথে সংযুক্ত করাতে পারদর্শী এই সফটওয়্যার। 
http://outssider.en.softonic.com/download 


নেট থেকে

ভার্চুয়াল যুদ্ধে ব্লগারের অস্ত্রগুলোর নামধাম


ইন্টারনেট এমনই এক জিনিস, যেখানে মানুষের মুখ কারো পক্ষেই বন্ধ করা সম্ভব নয়। কিছু ব্যতিক্রম ছাড়া দুনিয়ার কোনো সরকার কিংবা সংস্থাই কোনো বিশেষ ওয়েবসাইট বন্ধ করতে পারে না। বড়জোর কোনো দেশ থেকে কেবল ব্লক করে দেওয়া যায়। সেক্ষেত্রে বাকি বিশ্বে ওই সাইটটি বরাবরের মতোই সচল থাকবে। শুধু ওই দেশটির ইন্টারনেট ব্যবহারকারীরা সাইটটি দেখবে না। তবে এরও নানান ওষুধ এখন ওয়েবজুড়ে সহজলভ্য, যেগুলো প্রয়োগ করে সহজেই ব্লকড হওয়া ওয়েবসাইট স্বচ্ছন্দে ব্রাউজ করা যায়। যেমন ইউটিউব

বাংলাদেশে এই মুহূর্তে ব্লকড। কিন্তু সামান্য কৌশল খাটিয়ে অনেকেই সহজে ইউটিউবের সেবাগুলো উপভোগ করছেন। 

আসুন জেনে নেই ভার্চুয়াল যুদ্ধে ব্লগারের অস্ত্রগুলোর নামধাম-

অবাক করা ব্রাউজারের নাম ‘টর’
টর ব্রাউজার ইনস্টল করার প্রয়োজন হয় না। কম্পিউটারের যে কোনো ড্রাইভ কিংবা পেনড্রাইভ থেকেও এটি চালানো যায়। মজিলা ফায়ারফক্স এতে বিল্টইন থাকে। এটি ব্যবহার করার জন্য যা যা করতে হবে-
● উইন্ডোজ এক্সপি, ভিস্তা, সেভেন কিংবা এইট ব্যবহারকারীরা http://www.torproject.org/সাইটে গিয়ে টর ব্রাউজারের সর্বশেষ সংস্করণটি ডাউনলোড করে নিন। ম্যাক কিংবা লিনাক্স ব্যবহারকারীরাও আলাদা আলাদা ডাউনলোড লিংক ওই একই সাইটে পাবেন।
● ডাউনলোড করা জিপ ফাইলটিকে আনজিপ করুন। এবার Start Tor Browser-এ ক্লিক করুন।
● Vidalia Control Panel টর সার্ভারের সঙ্গে সংযোগ স্থাপন না করা পর্যন্ত অপেক্ষা করুন। সেটি হয়ে গেলে স্বয়ংক্রিয়ভাবে ফায়ারফক্স ব্রাউজার চালু হয়ে যাবে। “Congratulations. You are using Tor.”- এমন একটি বার্তা আপনি দেখতে পাবেন। এটি ব্যবহার করে আপনি যতোক্ষণই আপনি ইন্টারনেট ব্যবহার করুন না কেন, আপনার আসল আইপি কেউই শনাক্ত করতে পারবে না।
● এরপরও যদি ইনস্টল করতে সমস্যা হয়, তাহলে এই নির্দেশনাগুলো দেখুন। অথবা ভিডিও ক্লিপটি দেখুন।

গুগল ট্রান্সলেশনের ছোট্ট কৌশল
গুগল ট্রান্সলেশন সার্ভিসে ছোট্ট একটি কৌশল খাটিয়েও আপনি ব্লকড হওয়া যে কোনো সাইট স্বচ্ছন্দে ব্যবহার করতে পারবেন। সেখানকার প্রথম ঘরে যে ভাষাই সিলেক্ট করা থাকুক না কেন, সমস্যা নেই। আপনি কেবল দ্বিতীয় ঘরে (যে ভাষায় অনুবাদ চান) ভাষা হিসেবে ‘বাংলা’ সিলেক্ট করে তার ঠিক নিচের ইউআরএল-এ ক্লিক করুন। বাংলাভাষার সাইটই বাংলা অনূদিত হয়ে আপনার সামনে হাজির হবে! :)
একই কৌশল খাটাতে পারবেন বিং ট্রান্সলেটরেও। 

ওয়েবে-ডেস্কটপে প্রক্সিফাই
প্রক্সিফাই খুব কাজের একটি প্রক্সি সাইট। কেন কাজের সেটি দেখতে হলে ক্লিক করুনএই লিংকে। এটি ব্যবহার করে যে কোনো ব্লকড ওয়েবসাইট আপনি দেখতে পাবেন। কম্পিউটারে ছোট একটি অ্যাপ্লিকেশন ইনস্টল করেও প্রক্সিফাই ব্যবহার করতে পারেন সহজেই। বিস্তারিত দেখুন এখানে

প্রক্সি সাইট দিয়ে ব্রাউজ করুন ব্লকড হওয়া সাইট
ব্লকড হওয়া যে কোনো সাইট স্বচ্ছন্দে ব্রাউজ করতে পারবেন নিচের যে কোনো প্রক্সি সাইট থেকে। প্রতিটি সাইটেরই ওপরে-নিচে কিংবা মাঝখানে ওয়েব ঠিকানা লেখার একটি ঘর পাবেন। সেখানে কাঙ্ক্ষিত ওয়েবসাইটের ঠিকানা লিখে পাশে ক্লিক করলেই ব্যস!
পেইজওয়াশ ● হাইড আইপি এড্রেস ● হাইড মাই অ্যাস ● অ্যানোনিমাউস কুভিয়া● ট্রাই ক্যাচ মি ● ওয়েব ফর প্রক্সি ● ফ্রি প্রক্সি সার্ভার ● বেটার প্রক্সি ● স্পাই সার্ফিং ● জেন্ড প্রক্সি ● প্রক্সি ব্রাউজিং ● প্রক্সসেইফ ● বুম প্রক্সি ● জেডফ্রিজ ●প্রক্সি সার্ভার ● নিউ আইপি নাউ ● মাইড মি হেয়ার জেন্ড টু ● অ্যানোন ●অ্যানোন আর ● আর্মি প্রক্সি ● বরাত প্রক্সি
মাইড মাই ● ক্রোক্সি ● লিমিট কিলার ● নুইপ ● আওয়ার প্রক্সি ● প্রক্সরিও ●প্রক্সিবাডি সাইটসার্ফ ● টেক্সাসপ্রক্সি ● আনব্লকড ● আনব্লক ● প্রাইভেক্স

প্রক্সি সাইটের আরো তালিকা পাবেন এখানে

মজিলা ফায়ারফক্স যারা ব্যবহার করেন, তারা এই লিংকে গেলে প্রচুর অ্যাডঅনসের খোঁজ পাবেন।

বৃদ্ধাঙ্গলী দেখান সফটওয়্যারে-ভিপিএনে
হটস্পটশিল্ড সফটওয়্যারটি ইনস্টল করে আপনি ব্লকড হওয়া যে কোনো ওয়েবসাইট ব্যবহার করতে পারবেন। উইন্ডোজ, ম্যাক, আইওএস, অ্যান্ড্রয়েড – সবই সমর্থন করে এই সফটওয়্যার। ফ্রি ভার্সন ইচ্ছেমতো ব্যবহার করা যায়, তবে বিজ্ঞাপন দেখাবে।
বিনামূল্যের এরকম আরো কিছু কাজের সফটওয়্যারের মধ্যে রয়েছে –
টানেলবিয়ার ● আল্ট্রাসার্ফ ● প্রাইভেট
এছাড়া প্রক্সপিএন -এ একাউন্ট তৈরি করেও ভিপিএনের মাধ্যমে একই কাজ সম্ভব। এতে বেসিক একাউন্ট একেবারেই ফ্রি।

নিজেই তৈরি করে নিন নিজস্ব প্রক্সি সাইট
আপনার যদি নিজস্ব সাইট থাকে, তাহলে পিএইচপিতে লেখা একটি ছোট্ট স্ক্রিপ্ট ব্যবহার করে নিজেই বানিয়ে নিতে পারেন একটি প্রক্সি সাইট। গ্লিপ নামের ওয়েবসাইটটিই গড়ে উঠেছে দেশে দেশে ইন্টারনেট সেন্সরশিপের প্রতিবাদে এবং ইন্টারনেট ব্যবহারকারীদের নিরাপদ ব্রাউজিংয়ের কথা মাথায় রেখে। জেনে হয়তো অবাক হবেন, নিজস্ব প্রক্সি সাইট তৈরির ছোট্ট এই স্ক্রিপ্টটি এই যাবত ৬ লাখ ৩৫ হাজার বার ডাউনলোড করা হয়েছে। ব্যক্তিগত ব্যবহারের জন্য এটি একদম ফ্রি। বিস্তারিত দেখুন এখানে আর স্ক্রিপ্ট ডাউনলোড করুন এখান থেকে

বোকা বানান মোবাইল ব্রাউজারকে
ডেস্কটপ পিসিতেই মোবাইল ব্রাউজারকে বোকা বানিয়েও আপনি ব্লকড হওয়া ওয়েবসাইট ব্যবহার করতে পারবেন। যেমন গুগল মোবাইলে একটি কৌশল খাটিয়ে ব্যবহার করুন ব্লকড হওয়া সাইট। আপনার ব্রাউজারের এড্রেস বারে এই লাইনটি লিখুন-
www. google.com/gwt/n?u=www.somewhereinblog.net

সামহোয়্যারইনের ইউআরএলের জায়গায় অন্য যে কোনো সাইটের ইউআরএল বসাতে পারেন। কিন্তু তার আগে অবিকল [ www. google.com/gwt/n?u= ] এই লাইনটি থাকতেই হবে তৃতীয় বন্ধনী ছাড়া।

গুগল ক্যাশের সদ্ব্যবহার
মোটামুটি চালু প্রায় সব ওয়েবসাইটের সর্বশেষ অবস্থার একটি কপি গুগল তাদের আর্কাইভে জমা করে রাখে। বাংলাদেশ থেকে কোনো ওয়েবসাইট দেখা না গেলে গুগল সার্চ ইঞ্জিনে গিয়ে ব্লক করা সাইটের ইউআরএল বা লিংকটি পেস্ট করুন। সার্চ ফলাফলে যা আসবে, তার প্রতিটির পাশে Cached নামে একটি ছোট্ট লিংক দেখবেন। সেখানে ক্লিক করে ব্লক করা সাইটের সর্বশেষ অবস্থাটি দেখার সুযোগ পাবেন। যেহেতু গুগল ঘন ঘন আপডেট করে পৃষ্ঠাগুলো, তাই আপডেটেড হোমপেইজটিই দেখতে পাবেন সংশ্লিষ্ট সাইটের। তবে এক্ষেত্রে কেবল হোমপেইজটিই দেখা যাবে, বাকি পৃষ্ঠাগুলো নয়। 

এছাড়া যে কোনো ওয়েবসাইটের পুরেনো আর্কাইভ দেখার জন্য আর্কাইভ ডট অর্গের সাহায্য নিতে পারেন। 


কৃতজ্ঞতাঃ ফিউশন ফাইভ